প্রিয় স্বাধীনতা


প্রিয় স্বাধীনতা
সবুজে শ্যামল বাংলাদেশ এক রূপসী কন্যা
২৫শে মার্চের কালো রাতে বয়ে গেছে রক্তের বন্যা।
সেদিন ছিলো স্তব্ধ আকাশের নিস্তব্ধ নিশা
শান্তিকামী বাঙালি খুঁজছিল মুক্তির দিশা।
ভয়ানক সেই রাত চারিদিকে হাহাকার
কিন্তু মুক্তিকামী বাঙালি মেনে নেয়নি হার।
জীবন বাজি রেখে প্রাণপনে করে গেলো যুদ্ধ
অবশেষে পাকসেনারা হয়ে গেলো অবরুদ্ধ।
পেয়ে গেলাম আমরা সোনার বাংলাদেশ
অকাতরে হয়ে গেলো তাজা প্রাণ শেষ।
সাধের জীবন দান করে দিল লক্ষ মুক্তিসেনা
আর বাংলার বুকে এনে দিল প্রিয় স্বাধীনতা।
আপনার মূল্যবান মতামত দিন: