চাঁপাইনবাবগঞ্জে করোনা নতুন শনাক্ত ৬ , মোট শনাক্ত ৮৬ জন!


নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৬ জন । নতুন আক্রান্তরা সবাই ২০ থেকে ৫০ বছর বয়সী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় ৬ জন আক্রান্ত হয়েছেন। এই ৬ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২ জন , গোমস্তাপুর উপজেলায় ২ জন , ভোলাহাট উপজেলায় ১ জন এবং শিবগঞ্জ উপজেলায় ১ জন।
তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলা থেকে সংগৃহিত নমুনার ১৭৪ টি নমুনা পরিক্ষার পর ৬ টি নমুনা পজিটিভ এবং বাকী ১৬৮ টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। সবগুলো নমুনার ফলাফল বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণাগার ইনিস্টিটিউট থেকে এসেছে।
উল্লেখ্য যে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট আক্রান্তের মধ্যে পর্যায়ক্রমে সুস্থ হয়েছেন ৪৭ জন।
আপনার মূল্যবান মতামত দিন: