চাঁপাইনবাবগঞ্জে গাঁজার গাছসহ গ্রেপ্তার ১


নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুরে এক বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল।
গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার মোঃ কালামের ছেলে মোঃ ওয়াহিদ (১৮)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে (২৬ জানুয়ারি ২০২১) মঙ্গলবার বিকেল ৪ টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুরে এক বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ হাতেনাতে ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান এর নির্দেশনা ও পরিদর্শক মো. সাইফুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক সুজাত, সিপাই আল-আমিন, সিপাই হাবিবা, সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স অভিযান টি চালায়।
উল্লেখ্য যে, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী বাড়িতে অবৈধ গাঁজা গাছ লাগিয়েছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে গোমস্তাপুর থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা নং-২১।
আপনার মূল্যবান মতামত দিন: