গোমস্তাপুর উপজেলায় ডিসি ফুড সেফাউরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুরে ডিসি ফুড সেফাউরের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (১১ জানুয়ারী ২০২১) সোমবার রাতে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বিভিন্ন মহল্লায় " মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক ও গোপালগঞ্জ (অতিঃ দাঃ) এবং গোমস্তাপুর উপজেলার কৃতিসন্তান সেফাউর রহমানের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরন করা হয়। এ সময় তিনি জানায়, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন অসহায় মানুষের সেবা করে যাবেন।
ডিসি ফুড সেফাউর রহমান বলেন যে, চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুর অঞ্চলে কোন অসহায় মানুষের সন্ধান থাকলে আমাকে জানান, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার সাহয্যের হাত বাড়িয়ে দেব।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি নুরে আলম সিদ্দিকী সুপ্ত, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোবারক হোসেন টনি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন ও এন্তাজুল হক প্রমুখ।
উল্লেখ্য যে , এ সময় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার অসহায় ও দুস্থদের মাঝে প্রায় ২০০ টি শীত বস্ত্র বিতরণ করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: