মনু মুখোপাধ্যায় আর নেই


বিনোদন ডেস্ক : টলিউডের কিংবদন্তি অভিনেতা মনু মুখোপাধ্যায় মারা গেছেন। দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। শয্যাশায়ী ছিলেন নিজ বাড়িতেই। অবশেষে রোববার না ফেরার দেশে চলে গেলেন ৯০ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কলকাতা আর্টিস্ট ফোরাম। প্রায় দু’মাস ধরে শয্যাশায়ী ছিলেন মনু মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় পরিচালিত ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ভণ্ড বাবাজী ‘মছলিবাবা’র চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দুই বাংলাতেই তিনি বেশ জনপ্রিয়।
আপনার মূল্যবান মতামত দিন: