আশিক আলীর কবিতা "মুক্তির স্লোগান"


মুক্তির স্লোগান
মোঃ আশিক আলী
অগ্নি ঝরা মার্চ এসেছে মুক্তির স্লোগান নিয়ে
মুক্তি, মুক্তি, মুক্তি চাই স্লোগানে যেন মুখরিত এই ধরা আবারো মুজিব-সোহ্রাওয়ার্দী হয়ে তুলবে কেউ মুক্তির স্লোগান
ভোটারধীকারের প্রয়োগের দাবীতে তুলেবে মুক্তির স্লোগান, তুলবে আবারও মুক্তির স্লোগান
দ্রব্য মূল্যের লাগামহীন দামের বিরুদ্ধে তুলবে মুক্তির স্লোগান, শুধুই মুক্তির স্লোগান
শিক্ষার মান হীনতার বিরুদ্ধে তুলবেই, মুক্তির স্লোগান, তারা বার বার যেন তুলবে মুক্তির স্লোগান
ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠে উচ্চারিত হবে মুক্তির স্লোগান
ঘুষ খোর, দূনীতিবাজদের বিরুদ্ধে ছাত্র-জনতা কন্ঠে বাজবে মুক্তির স্লোগান
মুক্তির স্লোগান, শুধুই মুক্তির স্লোগান।
লেখকঃ সাংবাদিক ও কলাম লেখক
আপনার মূল্যবান মতামত দিন: