ফুলের সাথে কথোপকথনঃ সোহাগ


শিক্ষা ডেস্কঃ এখন বসন্তকাল। চারদিকে ফুলের মেলা। তাদের দেখতেই ছুটে গেলাম প্রজাপতিদের পিছু পিছু। যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল। ফুলেই যেন ভরে আছে পুরোটা বাগান।
একটি ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম.......
আচ্ছা! যদি এমন হতো
আমিও ঠিক তোমার মত
সুগন্ধ ছড়াতে পারতাম রোজ,,
প্রজাপতি কি আসতো কাছে
রাখতে আমার খোঁজ?
ভ্রমর কি আসতো গান শোনাতে
গুনগুন সুরে,,
চাঁদ সেও কি জ্যোৎস্না দিত
দিগন্তের পরে?
সূর্য সেও কি সকাল হলেই
ছড়িয়ে দিত আলোর আভাস,
শিশুরা বলতো- অনেক ভালো
এই ফুলটির মিষ্টি সুবাস।
গগণ থেকে কি বৃষ্টি এসে
ভেজা তো আমার শুকনো কলি,,
ভাসিয়ে নিয়ে পড়ে থাকা
অগোছালো কিছু চোরাবালি!
এঁকে দিতো কি স্বপ্ন চোখে
নানান রঙে বারোমাস,,
ধুয়ে দিতো কি কষ্টগুলো
মনগহীনে যাদের বাস।
আমার এসব কথা শুনে
ফুলেরাই দিলো হেঁসে,,
মিষ্টি সুরের কিছু বাণী
কানেতে এলো ভেসে।
বলল মোরা গাছের ফুল
সুগন্ধ ছড়ায় মোদের কাজ,,
যদি না পারি তবেই মোদের
ভীষণ লাগে লাজ ।
তোমরা মানুষ সৃষ্টির সেরা
দায়িত্বে তাই জীবন ঘেরা
ফুলের মত বসে থাকার
সময় কি আর আছে,,
জীবন সেতো ক্ষণিকের সময়
সুখগুলো সব মিছে।
মোঃ সোহানুর রহমান ( সোহাগ)
হিসাববিজ্ঞান বিভাগ,
নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।
আপনার মূল্যবান মতামত দিন: