কবিতা—সংলাপ


সংলাপ
জিয়াউল শাকিল
সংলাপ সংলাপ সংলাপ করে
করলো তারা ছলনা
বিরোধীদের বুঝায় দিলো
তারা হোজা,দল না।
সংলাপ করে লাভ কি হলো ?
নেইতো কোনো তার ফল
সংলাপ করে খাওয়াই দিলো
তাদের কিছু জুস জল।
সংবিধানে নাইতো এটা
মানবো মোরা কেমনে?
সরকার চলবে সংবিধানে
মর্জি মোদের যেমনে।
স্বৈরাচারে মানে নাকো
মরার আগে কিছু
শক্তি ছাড়া হয় না কভু
তাদের মাথা নিচু।
দেশের মানুষ নিবে যেদিন
হাতে হাতে অস্ত্র
পাক বাহিনীর মত তাদের
খোলে নিবে বস্ত্র।
বিএনপির বেশ লাভ হয়েছে
খেলো তারা মূলা
ঈদের পরের আন্দোলনে
হবে খেলাধূলা।
কার দোষ ছেড়ে কার দোষ বলি
ভেবে নাহি আজ পাই
রাজনীতিটা শেখার জন্য
লীগকে প্রণাম জানাই।
ভিতুর দলের রাজনীতিটা
দরকার নাই তো করা
বিএনপি নামে দলটি আজ
জীবিত তবু মরা।
আপনার মূল্যবান মতামত দিন: