কবিতা সংলাপ
কবিতা সংলাপ

সংলাপ
নুসু
সংলাপ শুরু হবে
সংলাপ চলবে খোলা মাঠে
রাজনীতি তাহলে কি চলবে?
সকল বিরোধ ছেড়ে ছুড়ে
এক টেবিলে বসো
সেই অংক কষো
জনগণ কাকে চায়
অবরুদ্ধ মনেরদুয়ার
খুলে দাও খুলে
চলুক তাহলে সংলাপ
সংলাপে যাও বসে।
কথা দাও ভোট হবে
অবাধ হবে ভোট
জনগণ চায় অধিকার
শোন আছিস যতো জোট।
আপনার মূল্যবান মতামত দিন: