রাবির ‘এ’ ইউনিটে আরিবের ১ম স্থান অর্জন!


শিক্ষা ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জন করে শংকরবাটী হেফজুল উলুম কামিল মাদরাসা, চাঁপাইনবাবগঞ্জের মেধাবী শিক্ষার্থী আরিব মাহমুদ।
এই বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে , প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আরিব মাহমুদ জানায় ‘আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে এমন একটি সফলতা দান করেছেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাকে সারাজীবন সঠিক পথে রেখে এভাবে সফলতা দান করেন। আমি আমার শিক্ষক, পিতা-মাতা সহ পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'
বড় হয়ে জীবনে মানুষের সেবা করতে চাই বলেও জানায় আরিব মাহমুদ।
আরিব মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৮৭ তম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৯৭ তম এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ৭ম স্থান অর্জন করেছে।
উল্লেখ্য যে, সে মাদ্রাসা শিক্ষা বোর্ড আয়োজিত ২০১৭ সালে দাখিল (SSC) ও ২০১৯ সালের আলিম (HSC) পরীক্ষায় মানবিক বিভাগ থেকে কৃতিত্বের সাথে GPA 5.00 অর্জন করে।
আপনার মূল্যবান মতামত দিন: