লুটপাটবান্ধব বাজেট বললেন এমপি হারুন


নিউজ ডেস্ক: প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটকে ‘লুটপাটবান্ধব বাজেট’ বলে অভিহিত করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদের গেটে সাংবাদিকদের কাছে বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাজেটে বিদ্যুৎ ঘাটতি দেখানো হয়েছে। বিদ্যুৎ ঘাটতি মানে রেন্টাল, কুইক রেন্টাল দিয়ে লুটপাট করা হবে। এই বাজেট লুটপাটবান্ধব বাজেট।
তিনি বলেন, ‘২০২২-২৩ অর্থবছরের বাজেট সংসদে উত্থাপন হয়েছে। এই প্রথম সম্পূর্ণ বাজেট ডিজিটালি উত্থাপন করা হয়েছে। সাধারণত দেখা যায়, অর্থমন্ত্রী বাজেটের কিছু অংশ পাঠ করেন…। এই সরকারের মেয়াদে পূর্ণাঙ্গ শেষ বাজেট। এই মুহূর্তে বাজেটের পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া প্রকাশ করা সম্ভব নয়।’
বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘ তবে যেটুকু আমি লক্ষ্য করেছি- এটি একটি লুটপাটের বাজেট। প্রায় পৌনে ৭ লাখ কোটি টাকার এই বাজেট ৩৫ থেকে ৪০ শতাংশ আভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ নির্ভর। এর মধ্যে বিদ্যুৎ সেক্টরে বিপুল পরিমাণে ঘাটতি দেখানো হয়েছে যা ভর্তুকি দেওয়া হবে। এর পরিমাণ প্রায় ৮২ হাজার কোটি টাকা। যেটা সম্পূর্ণ লুটপাট।
২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। যা চলতি ২০২১-২০২২ অর্থবছরের তুলনায় ৪৪ হাজার ৭৯ কোটি টাকা বেশি। প্রস্তাবিত বাজেটে সরকারের আয়ের খাতগুলো থেকে কর বাবদ ৩ লাখ ৮৮ হাজার কোটি টাকা আয় করার পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। নতুন অর্থবছরে এনবিআরকে ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দিচ্ছে সরকার। এর মধ্যে এনবিআর বহির্ভূত কর থেকে আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার কোটি টাকা। আর কর ছাড়া আয় ধরা হয়েছে ৪৫ হাজার কোটি।
আপনার মূল্যবান মতামত দিন: