চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে জুয়াড়ী গ্রেফতার


নিউজ ডেস্কঃ
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে আবারও প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়াড়িকে ৮ হাজার ৫৫০ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লক্ষিপুরের মৃত আমির হোসেন ও মাজেদা বেগমের ছেলে রুবেল আলী (৩৩), রবিউল ইসলাম ও বেদেনা বেগমের ছেলে সুমন (৩২), মৃত রশিদুল ইসলামের ছেলে আমিন আলী (৩৮) ও একই এলাকার মৃত রশিদুল ইসলাম ও হানেফা বেগমের ছেলে শাহাদৎ হোসেন (২৫)।
র্যাব-৫ থেকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ১৩ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত দেড়টার দিকে বারঘরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জামাদার পাড়ার আব্দুস সামাদের নির্মাণাধীন ঘরে অভিযানটি চালানো হয়।
এ সময় তাস দিয়ে টাকার বিনিময়ে গোল হয়ে আসর বসিয়ে জুয়া খেলা অবস্থায় ৪ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল। অভিযানে উদ্ধার হয় ১ সেট তাস, ৬ টি মোবাইল, ২টি প্লাষ্টিকের চট।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর শিবগঞ্জ থেকে ৮ জনকে গ্রেপ্তার করে র্যাব।
আপনার মূল্যবান মতামত দিন: