চাঁপাইনবাবগঞ্জে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের মাঝে কম্বল বিতরণ


নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ ছাড়াও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও পথশিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজ (০৯ জানুয়ারি ২০২১) শনিবার রাত সাড়ে ৭ টার দিকে শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন এর সভাপতি রিয়াদ ফয়সাল এর সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিনহাজ হক রনি, আইন সম্পাদক অ্যাডভোকেট সারিউল্লাহ ইসলাম রিফাত, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল অহেদ নয়ন, যুগ্ন সাধারণ সম্পাদক অহেদুল বারি, অর্থ সম্পাদক মেরাজ হক, অফিস সম্পাদক রোকোনুজ্জামান শাওন।
প্রচার সম্পাদক, এফএনএফ ফুডের স্বত্বাধিকারী ও সিনিয়র সাংবাদিক জমশেদ অালী, নির্বাহী সদস্য নয়ন আলী, সদস্য সাদিদুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অালোচনা সভায় বক্তারা বলেন, সংগঠন টি শুরু হতে অসহায় পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। এ ফাউন্ডেশন কে আরও গতিশীল করতে ফাউন্ডেশনের সদস্যরা সক্রিয় ভাবে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন।
মহানন্দা২৪/কপোত নবী
আপনার মূল্যবান মতামত দিন: