চাঁপাইনবাবগঞ্জে হোটেল থেকে লাশ উদ্ধার


নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার উদয়ন মোড়ে অবস্থিত আলাউদ্দিন হোটেল এন্ড রেস্টুরেন্টের বারান্দা থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশ বারঘরিয়া নতুন বাজার গোলো বাগান এলাকার:মৃত নবো কর্মকারের ছেলে শুদেব কর্মকার (শুধু) (৫৫) এর।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন,১৯ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৩টায় হোটেলের বারান্দায় লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ সেখানে গিয়ে শুবেদের মরদেহ উদ্ধার করে।
ওসি মোজাফফর আরো জানায়,শুবেদের স্বজনদের কাছ থেকে আর বিভিন্ন এলাকার সিসি ফুটেজ দেখে মনে হয় শুবেদ(৫০) অতিরিক্ত মদ্যপায়ী হওয়ায় প্রাণ হারিয়েছে। তার পরিবারের স্বজনরা বলে, শুবেদ(৫০) দীর্ঘদিন থেকে মাদক সেবন করতো। এ মৃত্যু মর্মে সদর থানায় ইউডিডি মামলা করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: