ভোলাহাটে যুবদের জনসচেতনতামূলক প্রশিক্ষণ


নিউজ ডেস্কঃ “মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান” শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সামাজিক কর্মকা- ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আজ (১২ জানুয়ারি ২০২১) মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবিরসহ অন্যরা।
আপনার মূল্যবান মতামত দিন: